BSS-BNhrch_cat_news-24-5
বাসস
  ০২ অক্টোবর ২০২২, ১১:৩৪

হাভানার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ পুন:সংযোগ

হাভানা, ২ অক্টোবর, ২০২২ (বাসস ডেস্ক) : কিউবার রাজধানী হাভানার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ পুন:সংযোগ হয়েছে। ইউটিলিটি কোম্পানী এ খবর জানিয়েছে।
কিউবায় হারিকেন ইয়ানের তান্ডবে মঙ্গলবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। নগরীতে প্রায় ১৮ ঘন্টার মতো বিদ্যুৎ ছিল না। এ কারনে রাজধানীতে বিদ্যুৎ’র দাবিতে স্থানীয় বাসিন্দারা দ্বিতীয় দফায়  শুকবার রাতে বিক্ষোভ করে। দেশটিতে এ ধরনের বিক্ষোভ একটি ব্যতিক্রমি  ঘটনা।
তবে কিউবার সমগ্র এলাকায় বিদ্যুৎ ফিরে এসেছে কিনা, ইলেকট্রিসিটি কোম্পানী তা জানাতে পারেনি । দূরের  কিছু প্রদেশ এখনও অন্ধকারে রয়ে গেছে বলে জানা গেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়