বাসস
  ২৭ জানুয়ারি ২০২২, ২১:৫৬

জর্ডান সেনাবাহিনী সিরিয়া সীমান্তে ২৭ মাদক চোরাকারবারীকে হত্যা করেছে

আম্মান, ২৭ জানুয়ারি, ২০২২ (বাসস ডেস্ক): জর্ডানের সেনাবাহিনী বৃহস্পতিবার সিরিয়া থেকে প্রবেশের চেষ্টাকালে সীমান্তে ২৭ জন মাদক চোরাকারবারীকে হত্যা করেছে।
সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, পাচারকারীরা একটি সশস্ত্র গোষ্ঠীর সহযোগিতায় প্রবেশের চেষ্টা করছিল। এলাকায় প্রাথমিক অনুসন্ধান চালানোর পর বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।" খবর এএফপি’র।
এতে বলা হয়েছে, সামরিক বাহিনী অভিযানকালে সিরিয়া থেকে জর্ডানে অনুপ্রবেশ ও প্রচুর পরিমাণ মাদকদ্রব্য পাচারের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। 
গত ১৭ জানুয়ারি সেনাবাহিনী জানিয়েছিল যে, সিরিয়ার সীমান্তে মাদক চোরাকারবারীদের সাথে সংঘর্ষে এক সেনা কর্মকর্তা নিহত ও তিন সীমান্তরক্ষী আহত হয়েছে। কয়েক দিন পরে, আহত সৈন্যদের একজন মারা যায়।
২০১১ সালে সিরিয়ায় সংঘাত শুরু হওয়ার পর থেকে জর্ডান প্রায় ১৬ লাখ সিরীয় শরণার্থীকে আশ্রয় দিয়েছে। তবে, সম্প্রতি তারা সীমান্তে কড়াকড়ি করছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়