শিরোনাম

ঢাকা, ৩০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জাপানের রাজধানী টোকিওর কেন্দ্রস্থলে ব্যস্ত সড়কে বিরল এক ডাকাতির ঘটনা ঘটেছে। তিন জনের একটি দল স্যুটকেসে থাকা নগদ ২৭ লাখ ডলার লুট করেছে।
পুলিশ ও গণমাধ্যম শুক্রবার এ তথ্য জানিয়েছে।
উএনো স্টেশনের কাছাকাছি এলাকায় বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে।
পর্যটকদের কাছে জায়গাটি বেশ পরিচিত। টোকিও মহানগর পুলিশ বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছে।
পরিচয় প্রকাশ না করার শর্তে পুলিশের এক মুখপাত্র বলেন, মরিচ স্প্রে ব্যবহার করে ডাকাতরা টাকার স্যুটকেস ছিনিয়ে নেয়।
টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
পুলিশ এই ঘটনা সম্পর্কে বিস্তারিতভাবে জানাতে রাজি হয়নি।
তবে স্থানীয় গণমাধ্যম জানায়, ভুক্তভোগীরা ছিলেন পাঁচ জন। তাদের মধ্যে চীনা ও জাপানি নাগরিক রয়েছেন। তারা একটি গাড়িতে প্রায় ৪২ কোটি ইয়েন যার মূল্য ২৭ লাখ ডলার ভর্তি স্যুটকেস তোলার চেষ্টা করছিলেন।
কেন ওই দলটি এত নগদ অর্থ বহন করছিল, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
ফুজি টেলিভিশনের খবরে বলা হয়, ভুক্তভোগীরা তদন্তকারীদের জানিয়েছেন যে ওই অর্থ মুদ্রা বিনিময় কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়ার কথা ছিল।
এদিকে, পৃথক এক ঘটনায় হানেদা বিমানবন্দরের একটি পার্কিং গ্যারেজে শুক্রবার ভোরে ১৯ কোটি ইয়েন নগদ বহনকারী এক ব্যক্তির ওপরও হামলা হয়।
স্থানীয় গণমাধ্যম জানায়, তিন জনের একটি দল মরিচ স্প্রে ব্যবহার করে তার ওপর হামলা করে।
টিবিএস জানিয়েছে, দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
এই ঘটনার তদন্ত চলছে।