শিরোনাম

ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্রের ইরান বিরোধী হুমকির প্রেক্ষাপটে জার্মানির শীর্ষ বিমান সংস্থা লুফথানসা ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ ইরান ও ইরাকের আকাশসীমা এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার এক বিবৃতিতে লুফথানসা জানায়, ‘মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে’ তারা সংশ্লিষ্ট আকাশ সীমা পরিহার করে ফ্লাইট পরিচালনা করবে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
লুফথানসা গ্রুপের আওতাভুক্ত অস্ট্রিয়ান এয়ারলাইন্স, ব্রাসেলস এয়ারলাইন্স, ডিসকভার, ইউরোউইংস, সুইস ও আইটিএ এয়ারওয়েজও এ সিদ্ধান্তের অন্তর্ভুক্ত।
বিবৃতিতে আরও বলা হয়, বৃহস্পতিবার থেকে আগামী সোমবার পর্যন্ত ইসরায়েল ও জর্ডানগামী ফ্লাইটগুলো কেবল দিনের বেলায় পরিচালিত হবে এবং ক্রু সদস্যদের ওভারনাইট স্টে থাকবে না।
এছাড়া, কিছু ফ্লাইট বাতিলও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
এ বিষয়ে জার্মান কর্তৃপক্ষের নিরাপত্তা সংক্রান্ত সুপারিশ জানতে এএফপি যোগাযোগ করলেও তাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হস্তক্ষেপের সম্ভাবনার বিষয়ে অস্পষ্ট অবস্থান নেন এবং বলেন, ওয়াশিংটন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
গত ডিসেম্বরের শেষ দিকে ইরানে শুরু হওয়া সরকার বিরোধী আন্দোলনের পর থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একাধিকবার সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন।
এই আন্দোলন ১৯৭৯ সালে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে দেশটির সবচেয়ে বড় বিক্ষোভ হিসেবে বিবেচিত হচ্ছে।