শিরোনাম

ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ইরানে সাম্প্রতিক বিক্ষোভের ঘটনায় গ্রেফতার হওয়া সন্দেহভাজনদের বিরুদ্ধে দ্রুত বিচার কার্যক্রম পরিচালনার ঘোষণা দিয়েছেন দেশটির বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি এজেই।
রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছে ইরানি গণমাধ্যম।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বক্তব্যে তেহরানের একটি কারাগার পরিদর্শনকালে মোহসেনি এজেই বলেন, ‘যদি কেউ কাউকে পুড়িয়ে দেয়, শিরশ্ছেদ করে বা আগুনে নিক্ষেপ করে, তাহলে আমাদের অবশ্যই দ্রুত আমাদের (তাদের বিচারের) দায়িত্ব পালন করতে হবে।’
ইরানি সংবাদ সংস্থাগুলো জানায়, তিনি এ সব মামলার বিচার ‘সর্বসমক্ষে’ অনুষ্ঠিত হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন।
কারাগারটিতে আটক বিক্ষোভকারীদের মামলার অগ্রগতি পর্যালোচনার জন্য তিনি প্রায় পাঁচ ঘণ্টা সময় ব্যয় করেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
সাম্প্রতিক সময়ে ইরানে ছড়িয়ে পড়া বিক্ষোভকে কর্তৃপক্ষ ‘দাঙ্গা’ হিসেবে আখ্যায়িত করেছে।
মানবাধিকার সংগঠনগুলো দাবি করেছে যে এ সব ঘটনায় কয়েক হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে।
তারা আশঙ্কা প্রকাশ করেছে যে বিচার বিভাগ ব্যাপকভাবে মৃত্যুদণ্ডের বিধান প্রয়োগ করতে পারে।