বাসস
  ১৩ জানুয়ারি ২০২৬, ১৪:২০

মালিতে নৌকা ডুবে কয়েকজনের প্রাণহানি

ঢাকা, ১৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : মালির উত্তরাঞ্চলের ঐতিহাসিক শহর টিম্বুক্টুর কাছে একটি নৌকা ডুবে গিয়ে কয়েকজনের মৃত্যু হয়েছে। সোমবার আঞ্চলিক গভর্নর এ তথ্য জানান।

বামাকো থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

গভর্নর বলেন, বৃহস্পতিবার গভীর রাতে দুর্ঘটনার সময় নৌকাটিতে প্রায় অর্ধশত আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

এক বিবৃতিতে বলা হয়, প্রাথমিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নৌযান চলাচলের নিয়ম অমান্য করায় দুর্ঘটনাটি ঘটতে পারে। এতে কয়েকজনের প্রাণহানি হয়েছে এবং কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন। বড় ধরনের আর্থিক ক্ষয়ক্ষতির কথাও জানা গেছে।

মালির উত্তরে নাইজার নদী ও এর শাখা নদীগুলোতে ব্যাপকভাবে নৌ চলাচল করে। নদীটি মালির ভেতর দিয়ে প্রায় ১ হাজার ৭৫০ কিলোমিটার প্রবাহিত হয়ে দক্ষিণাঞ্চলকে শুষ্ক উত্তরাঞ্চলের সঙ্গে যুক্ত করেছে।

স্থলবেষ্টিত দেশটি ২০১২ সাল থেকে ভয়াবহ নিরাপত্তা সংকটে রয়েছে। জিহাদি সহিংসতা বিভিন্ন সম্প্রদায়ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীর তৎপরতায় এ সংকট বর্তমানে তীব্র আকার ধারণ করেছে।