বাসস
  ১২ জানুয়ারি ২০২৬, ১৬:৪৩

যুক্তরাষ্ট্রের দূতের সঙ্গে যোগাযোগ চ্যানেল ‘খোলা’ রয়েছে : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা, ১২ জানুয়ারি, ২০২৬ (বাসস): কূটনৈতিক সম্পর্ক না থাকলেও ইরান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূতের মধ্যে একটি যোগাযোগ চ্যানেল খোলা রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। 

প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বক্তব্যে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাঈ বলেন, ‘আমাদের পররাষ্ট্রমন্ত্রী (আব্বাস আরাঘচি) এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূতের মধ্যে এই যোগাযোগ চ্যানেল খোলা রয়েছে।’ এখানে বিশেষ দূত স্পষ্টতই স্টিভ উইটকফের প্রতি ইঙ্গিত করেন।

বাঘাই আরও জানান, প্রয়োজন হলে বার্তা আদান-প্রদান করা হয়। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের ইরানে কোনো কূটনৈতিক উপস্থিতি নেই। তবে তাদের স্বার্থ সংশ্লিষ্ট কার্যক্রম সুইস দূতাবাসের মাধ্যমে পরিচালিত হয়।