বাসস
  ১২ জানুয়ারি ২০২৬, ১৪:২৮

মিয়ানমারে জান্তা পরিচালিত নির্বাচনে সু চির আসনে সেনা-সমর্থিত দলের জয়লাভ

ঢাকা, ১২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : মিয়ানমারে জান্তা শাসনামলে অনুষ্ঠিত নির্বাচনে বন্দি গণতান্ত্রিক নেত্রী অং সান সু চির সংসদীয় আসনে প্রধান সামরিক-পন্থী দল জয়লাভ করেছে। দলীয় এক কর্মকর্তা আজ সোমবার এএফপিকে এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন যে, তারা ‘কাওহমুতে’ জিতেছেন। এটি ইয়াঙ্গুন অঞ্চলে সু চির পূর্বের আসন।

তারা আরও বলেন, ‘কাওহমু এবং অন্যান্য কয়েকটি আসনে গতকাল রোববার অনুষ্ঠিত তিন-ধাপের নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোটের পর আমরা ইয়াঙ্গুন অঞ্চলের ১৬টি আসনের মধ্যে ১৫টি আসন জিতেছি।’

২০২১ সালের এক অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনী সু চিকে ক্ষমতাচ্যুত ও আটক করে। দাবি করা হয় যে, তিনি ব্যাপক ভোট জালিয়াতির মাধ্যমে আগের বছর সামরিক বাহিনীপন্থী দলগুলোর বিরুদ্ধে নিরঙ্কুশ নির্বাচনে জয়লাভ করেছেন।

মাসব্যাপী এই ভোটের চূড়ান্ত ধাপ ২৫ জানুয়ারীতে অনুষ্ঠিত হবে। জান্তা বলেছে যে এই নির্বাচন জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেবে।

কিন্তু সু চিকে এখনও নির্জনে রাখা হয়েছে এবং তার বিপুল জনপ্রিয় দল ভেঙে দেওয়া হয়েছে। গণতন্ত্রের সমর্থকরা বলছেন যে, ভিন্নমতের ওপর দমন-পীড়ন এবং সামরিক মিত্রদের দ্বারা ভোটে কারচুপি করা হয়েছে।