বাসস
  ১২ জানুয়ারি ২০২৬, ১৩:২৫

মাদুরোকে উৎখাত করার পর কিউবায় তেল সরবরাহ বন্ধের হুমকি ট্রাম্পের

ঢাকা, ১২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার কিউবাকে শিগগিরই ‘একটি চুক্তি’ করার জন্য আহ্বান জানিয়েছেন। 

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পতনের পর কিউবা পরিচালিত কমিউনিস্ট দ্বীপটিতে যাওয়া সমস্ত তেল এবং অর্থ বন্ধ করা হবে বলে হুমকি দিয়েছেন ট্রাম্প।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়া এ হুমকিতে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল বলেন, ‘কেউ’ তার দেশকে কী করতে হবে তা বলে দিতে হবে না।’

‘ওয়াশিংটন কয়েক দশক ধরে তার দ্বীপ প্রতিবেশীর ওপর অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার মতো নিষেধাজ্ঞা আরোপ করে আসছে, তবে ট্রাম্প সাম্প্রতিক দিনে চাপ আরও বাড়িয়েছেন।’

মার্কিন বিশেষ বাহিনী চলতি মাসে এক অভিযান চালিয়ে মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে, যার ফলে ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টর কয়েক ডজন নিরাপত্তা কর্মী নিহত হয়। নিহতদের মধ্যে অনেকেই কিউবার নাগরিক ছিলেন।

যদিও মাদুরোর সহযোগীরা অন্তর্বর্তী সরকারে রয়েছে, ট্রাম্প দাবি করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন নৌ অবরোধের মাধ্যমে ভেনেজুয়েলার গুরুত্বপূর্ণ তেলখাত নিয়ন্ত্রণ করছে।

 রোববার সকালে ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে বলেন, ‘কিউবার কাছে আর কোনো তেল বা অর্থ যাবে না ‘ ‘আমি দৃঢ়ভাবে তাদের একটি চুক্তি করার পরামর্শ দিচ্ছি, খুব দেরি হওয়ার আগেই।’

তিনি বলেন, ‘কিউবা বহু বছর ধরে ভেনেজুয়েলা থেকে আসা বিপুল পরিমাণ তেল এবং অর্থের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেছে। বিনিময়ে, কিউবা শেষ দুই ভেনেজুয়েলার স্বৈরশাসকের জন্য 'নিরাপত্তা পরিষেবা' প্রদান করেছে, কিন্তু এখন আর নয়।’