বাসস
  ১১ জানুয়ারি ২০২৬, ১৯:৩৪

ছেলেকে মাদুরোর বার্তা : ‘আমরা ভালো আছি, আমি একজন যোদ্ধা’

ঢাকা, ১১ জানুয়ারি, ২০২৬ (বাসস): ভেনেজুয়েলার আইনপ্রণেতা নিকোলাস মাদুরো গুয়েরা শনিবার জানিয়েছেন, তার বাবা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আইনজীবীদের মাধ্যমে বার্তা পাঠিয়েছেন, তিনি সুস্থ আছেন এবং যুক্তরাষ্ট্রে আটক অবস্থায়ও দৃঢ় মনোবল বজায় রেখেছেন।

কারাকাস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

শাসক ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি অব ভেনেজুয়েলার নেতাদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে গুয়েরা বলেন, আইনজীবীরা আমাদের জানিয়েছেন, তারা শক্ত আছেন এবং আমাদের দুঃখ পাওয়ার কারণ নেই।

তিনি তার বাবার উদ্ধৃতি দিয়ে বলেন- ‘আমরা ভালো আছি। আমি একজন যোদ্ধা।’

প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস বর্তমানে যুক্তরাষ্ট্রে আটক রয়েছেন। গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বাহিনী কারাকাসসহ আরও তিনটি শহরে সামরিক হামলা চালায়, যার ফলে তাদের আটক করা হয়। এ হামলার ঘটনায় বিশ্বব্যাপী নিন্দা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। 

মাদুরো গুয়েরা বলেন, তার বাবা ভেঙে পড়েননি। সরকার ও সমর্থকরা ঐক্যবদ্ধভাবে দৃঢ় অবস্থানে আছেন বলেও উল্লেখ করেন তিনি। 

তিনি বলেন, ‘চাভেজ আন্দোলনের শক্তি হলো ঐক্য। যা-ই ঘটুক না কেন, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

এদিকে, ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ শনিবার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন। মিরান্ডা প্রদেশে এক অনুষ্ঠানে তিনি বলেন, ভেনেজুয়েলার নেতৃত্ব বা শাসনব্যবস্থা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই।

রদ্রিগেজ বলেন, ‘এখানে কোনো অনিশ্চয়তা নেই। ভেনেজুয়েলার জনগণই নিয়ন্ত্রণ করছে এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নেতৃত্বেই একটি সরকার রয়েছে।

তিনি শান্তি, স্থিতিশীলতা ও দেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে ঐক্যের আহ্বান জানান।