বাসস
  ১১ জানুয়ারি ২০২৬, ১৫:০৬

ইরানে ৬০ ঘণ্টারও বেশি ইন্টারনেট বিচ্ছিন্ন রয়েছে

ঢাকা, ১১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ইরান কর্তৃপক্ষের বিরুদ্ধে চলমান বিক্ষোভের মধ্যে দেশজুড়ে ইন্টারনেট  পরিষেবা ৬০ ঘণ্টারও বেশি সময় ধরে বিচ্ছিন্ন রয়েছে। আজ রোববার ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস মনিটর এ তথ্য  জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

নেটব্লকস মনিটর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বার্তায়  জানায়, ইরানের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ সময়ে এই সেন্সরশিপ ইরানিদের নিরাপত্তা ও সুস্থতার জন্য হুমকি, যা ৬০ ঘণ্টার বেশি সময় ধরে চলছে।