বাসস
  ১১ জানুয়ারি ২০২৬, ১৪:৩৫

সিরিয়ায় আইএসের বিরুদ্ধে অভিযানে অংশ নিয়েছে জর্ডানের সেনারা

ঢাকা, ১১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জর্ডানের বিমান বাহিনী চলতি সপ্তাহান্তে মার্কিন অভিযানের অংশ হিসেবে সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। আজ রোববার  দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

জর্ডান সেনাবাহিনী গতকাল শনিবারের হামলা প্রসঙ্গে বলেছে, এগুলো আন্তর্জাতিক জোটের অংশীদারদের সঙ্গে সমন্বয় করে চালানো হয়েছে।  

এই অভিযানের লক্ষ্য ছিল সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ক্ষমতা খর্ব করা ও তাদের পুনর্গঠন বাধা দেওয়া।