বাসস
  ১১ জানুয়ারি ২০২৬, ১৩:৪৫

আর্জেন্টিনায় দাবানলে পুড়েছে সাড়ে ৫ হাজার হেক্টরের বেশি বনভূমি: গভর্নর

ঢাকা, ১১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলে এক ভয়াবহ দাবানলে ৫ হাজার ৫০০ হেক্টরেরও বেশি বনভূমি পুড়ে গেছে। শনিবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, জনপদ রক্ষায় কয়েকশ দমকল কর্মী ও স্বেচ্ছাসেবক বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এপুয়েন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

প্রথম আগুনের সূত্রপাত হয় গত সোমবার রাজধানী বুয়েনস আইরেস থেকে প্রায় ১ হাজার ৭০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে পাতাগোনিয়া অঞ্চলের পুয়ের্তো পাত্রিয়াদায়।

বর্তমানে আগুন এপুয়েন নামক একটি শহরের চারপাশ ঘিরে ফেলেছে। শহরটিতে প্রায় ২ হাজার মানুষের বসবাস রয়েছে।

ফ্লাভিয়া ব্রোফোনি নামে এক স্থানীয় বাসিন্দা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন, ‘আমরা এখন যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি তা ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রতি পাঁচ মিনিট পরপর নতুন নতুন জায়গায় আগুন জ্বলছে। এলাকাটি এখন নরকে পরিণত হয়েছে।’

আর্জেন্টিনার চুবুত প্রদেশের গভর্নর ইগনাসিও তোরেস জানান, দাবানলে ইতোমধ্যে ৫ হাজার ৫০০ হেক্টর এলাকা পুড়ে গেছে। আবহাওয়া প্রতিকূল থাকায় আগামী ৪৮ ঘণ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছেন তিনি।

দাবানলের কারণে এখন পর্যন্ত প্রায় ৩ হাজার পর্যটক ও ১৫টি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া আগুনে অন্তত ১০টি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে প্রায় ৫০০ কর্মী কাজ করছেন। আগুন নেভাতে কর্ডোবা এবং পার্শ্ববর্তী দেশ চিলি থেকেও বাড়তি সাহায্য আসবে বলে আশা করা হচ্ছে।

জলবায়ু পরিবর্তনের কারণে উচ্চ তাপমাত্রা ও বাতাসের আর্দ্রতা কমে যাওয়ায় আর্জেন্টিনার দমকল বাহিনীকে আগুন নেভাতে হিমশিম খেতে হচ্ছে। অন্যদিকে, সরকারি খরচ কমানোর ফলে স্বল্প বেতনে কাজ করতে হচ্ছে তাদের।

পাতাগোনিয়া অঞ্চলের নিউকুয়েন, রিও নেগ্রো এবং সান্তা ক্রুজ প্রদেশেও বর্তমানে দাবানল সক্রিয় রয়েছে। এর আগে ২০২৫ সালের শুরুর দিকে এই অঞ্চলে দাবানলে ৩২ হাজার হেক্টর বনভূমি ধ্বংস হয়।