শিরোনাম

ঢাকা, ১০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু চান, ইসরাইল এক দশকের মধ্যে মার্কিন সামরিক সাহায্য ছাড়াই পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হোক। গতকাল শুক্রবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
গাজায় হামাসের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধে সহায়তা করার জন্য ওয়াশিংটন কয়েক মিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে এবং দেশ দু’টির মধ্যে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক কয়েক দশক ধরে চলে আসছে।
তিনি ইকোনমিস্ট পত্রিকাকে বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আমার সাক্ষাতে আমি বলেছি, আমেরিকা বছরের পর বছর ধরে আমাদের যে সামরিক সাহায্য দিয়েছে তার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ।’
তিনি বলেন, ‘আমরা অসাধারণ সক্ষমতা অর্জন করেছি এবং আমাদের অর্থনীতি শিগগিরই, দশ বছরের মধ্যে, ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে।’ তিনি বলেন, তাই আমি আগামী দশ বছরের মধ্যে সামরিক সাহায্য গ্রহন কমাতে চাই।’
ইসরাইল যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৩.৮ বিলিয়ন ডলার বার্ষিক আর্থিক সহায়তা পায় অস্ত্র ক্রয়ের জন্য। এটি ২০১৬ সালে স্বাক্ষরিত একটি চুক্তির আওতায়, যা ২০১৯ সালে কার্যকর হয়েছে এবং ২০২৮ পর্যন্ত চলমান থাকবে।
কাউন্সিল অন ফরেন রিলেশনস (সিএফআর) থিঙ্ক ট্যাংক জানায়, ইসরাইল ১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর থেকে মুদ্রাস্ফীতির হিসাব অনুযায়ী সামরিক ও অর্থনৈতিক সহায়তা হিসেবে ৩০০ বিলিয়ন ডলারের বেশি পেয়েছে।
গত মে মাসে, নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্পর্কের টানাপোড়েন দেখা দেওয়ার পর ইসরাইলের প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন যে, ইসরাইলকে শেষ পর্যন্ত ‘যুক্তরাষ্ট্রের সামরিক সাহায্য থেকে স্বনির্ভর হতে হবে।’, তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি।