শিরোনাম

ঢাকা, ৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আজ বুধবার ফিলিপাইনের দক্ষিণ উপকূলে ৬ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য জানিয়েছে।
তবে সুনামির কোনও সতর্কতা বা তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ৬.৭ মাত্রার ভূমিকম্পটি মিন্দানাও দ্বীপের সান্তিয়াগো শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার পূর্বে ৫৮.৫ কিলোমিটার (৩৬ মাইল) গভীরে আঘাত হানে।
দক্ষিণ-পূর্ব প্রদেশ দাবাও ওরিয়েন্টাল-এর উদ্ধারকর্মী ন্যাশ পারাগাস এএফপিকে বলেন, ভূমিকম্পের ফলে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।
তিনি বলেন, ‘কম্পন হচ্ছিল। আমি কিছু গাড়ি চলতে দেখেছি, তবে আমার মনে হয়, এটি অল্প সময়ের জন্য, প্রায় পাঁচ সেকেন্ডের জন্য ছিল।
গত অক্টোবরে দেশটির পূর্ব মিন্দানাও ৭.৪ এবং ৬.৭ মাত্রার দুটি ভূমিকম্পে কেঁপে ওঠে, যার ফলে কমপক্ষে আটজন নিহত হন।
সরকারি পরিসংখ্যান অনুসারে, কিছুদিন আগে ৬.৯ মাত্রার ভূমিকম্পে ৭৬ জন নিহত এবং ৭২ হাজার ঘরবাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়।
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এ অবস্থিত ফিলিপাইনে ভূমিকম্প প্রায় নিত্যদিনের ঘটনা। এটি জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা জুড়ে বিস্তৃত তীব্র ভূমিকম্পপ্রবন একটি এলাকা।