বাসস
  ০৪ জানুয়ারি ২০২৬, ১৮:৫১

বজ্রপাতে দক্ষিণ আফ্রিকায় নিহত ২, আহত ১৫০

ছবি : সংগৃহীত

ঢাকা, ৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ার উত্তরে একটি উৎসবে বজ্রপাতের ঘটনায় দুজন নিহত এবং আরও ১৫০ জন আহত হয়েছে বলে স্থানীয় স্বাস্থ্য বিভাগ আজ রোববার জানিয়েছে।

জোহানেসবার্গ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ঘটনাটি শনিবার রাতে প্রিটোরিয়া থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে মথিবেস্টাড গ্রামে ঘটে, যেখানে প্রতিবছর ঐতিহ্যবাহী উৎসব অনুষ্ঠিত হয়।


নর্থ-ওয়েস্ট স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বজ্রপাতে আহত হয়ে ১৫০ জন রোগী স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে আসেন। এদের মধ্যে দুজন মারা গেছেন এবং ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক।


দক্ষিণ গোলার্ধে চলমান গ্রীষ্ম মৌসুমে দক্ষিণ আফ্রিকার এই অঞ্চলে ঘন ঘন ঝড়-বৃষ্টি হয়ে থাকে।