বাসস
  ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪

ইয়েমেনের চালান লক্ষ্য করে হামলা করেছে সৌদি নেতৃত্বাধীন জোট

ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে জাহাজে করে ইয়েমেনে আসা অস্ত্র ও যুদ্ধযানের চালান লক্ষ্য করে  হামলা চালিয়েছে  সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বরাত দিয়ে সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ফুজাইরা বন্দর থেকে আসা দুটি জাহাজ গত শনিবার ও রোববার, ২৭ ও ২৮ ডিসেম্বর, যৌথ বাহিনী কমান্ডের কোনো সরকারি অনুমতি ছাড়াই মুকাল্লা বন্দরে প্রবেশ করে। রিয়াদ থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

এতে আরো বলা হয়, ওই দুটি জাহাজ থেকে অস্ত্র ও যুদ্ধযান খালাস করা হয়।

সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানায়, এসব অস্ত্র নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করায় এবং পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কায় মঙ্গলবার সকালে জোটের বিমান বাহিনী সীমিত পরিসরে একটি সামরিক অভিযান চালায়।

এই অভিযানে মুকাল্লা বন্দরে খালাস করা অস্ত্র ও যুদ্ধযান লক্ষ্য করে আক্রমণ চালানো হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।