বাসস
  ২৯ ডিসেম্বর ২০২৫, ১৩:২০

ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনা: কিয়েভের মিত্রদের বৈঠক জানুয়ারির শুরুতে প্যারিসে

ঢাকা, ২৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তির অংশ হিসেবে নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা করতে আগামী জানুয়ারির শুরুতে প্যারিসে কিয়েভের মিত্র দেশগুলোর বৈঠক অনুষ্ঠিত হবে। 

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এ কথা জানিয়েছেন।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় মাখোঁ বলেন, ‘জানুয়ারির শুরুতে আমরা ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর দেশগুলোকে প্যারিসে একত্রিত করব, যাতে প্রত্যেকের বাস্তব ও নির্দিষ্ট অবদান নির্ধারণ করা যায়।’

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এর আগে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেন মাখোঁ। 

ওই আলোচনার পরই তিনি বৈঠকের বিষয়টি প্রকাশ্যে আনেন।

বিশ্লেষকদের মতে, এই বৈঠক ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামো ও সম্ভাব্য শান্তি চুক্তিতে পশ্চিমা মিত্রদের অবদান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।