শিরোনাম

ঢাকা, ২৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : দক্ষিণ স্পেনে টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং আরও দুই জন নিখোঁজ রয়েছে।
রোববার দেশটির কর্তৃপক্ষ ও উদ্ধারকর্মীরা এ তথ্য জানিয়ে সাধারণ জনগণকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের প্রভাব স্পেনে অত্যন্ত তীব্রভাবে দেখা যাচ্ছে। এর ফলে দীর্ঘস্থায়ী তাপ প্রবাহের পাশাপাশি ভারী বৃষ্টিপাতের ঘটনা বেড়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, রাতভর ভারী বর্ষণে দক্ষিণ স্পেনের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।
পরিস্থিতি সামাল দিতে জরুরি পরিষেবার কর্মীরা উদ্ধার ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, মালাগা অঞ্চলে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। সেখানে আরও একজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে গার্দিয়া সিভিল।
এছাড়া গ্রানাডার কাছে আরও একজন নিখোঁজ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় জনগণকে ‘সর্বোচ্চ সতর্কতা’ অবলম্বনের আহ্বান জানান।
জাতীয় আবহাওয়া বিভাগ রোববার আন্দালুসিয়া অঞ্চলের জন্য জারি করা সতর্কতার মাত্রা লাল থেকে কমিয়ে কমলা করেছে।
তবে পূর্ব স্পেনের ভ্যালেন্সিয়া উপকূলজুড়ে এখনও ভারী বর্ষণ অব্যাহত রয়েছে।
অঞ্চলটিতে আকস্মিক বন্যার আশঙ্কা জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রতিবেশী মুরসিয়া অঞ্চলও এখন প্রবল বৃষ্টির কবলে রয়েছে।
২০২৪ সালের অক্টোবর মাসে ভ্যালেন্সিয়া অঞ্চলে ভয়াবহ বন্যায় ২৩০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।
সে সময় দুর্যোগ মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা হয়।