বাসস
  ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৫২

অস্ট্রেলিয়ায় ‘ইহুদি-বিদ্বেষের বিরুদ্ধে’ জাতীয় তদন্তের দাবি বন্ডাই হামলার শিকার পরিবারদের

ঢাকা, ২৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) :  অস্ট্রেলিয়ার বন্ডাই সমুদ্র সৈকতে গণহত্যায় নিহতদের পরিবারের সদস্যরা আজ সোমবার অস্ট্রেলিয়ায় ইহুদি-বিদ্বেষের বিরুদ্ধে একটি স্বাধীন জাতীয় তদন্তের আহ্বান জানিয়েছে। 

এর পাশাপাশি তারা হামলার শিকার পরিবারগুলো  পুলিশ ও  গোয়েন্দা সংস্থার সম্ভাব্য ব্যর্থতার তদন্তের জন্যও আহ্বান জানিয়েছেন। 

এই হামলায় নিহতদের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন যে পুলিশ ও গোয়েন্দা সংস্থার ব্যর্থতার  কারণে ওই হামলা চালাতে বন্দুকধারীরা সাহস করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত ১৪ ডিসেম্বর সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে হানুকা উৎসবে হামলা চালানোর জন্য হামলাকারী সাজিদ ও তার পুত্র নাভীদ আকরামকে অভিযুক্ত করা হয়েছে। 

ওই হামলায়  ১৫ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে। কর্তৃপক্ষ এই হামলাকে ইহুদি-বিরোধী সন্ত্রাসী হামলা বলে বর্ণনা করেছে।

বন্ডাই হামলার শিকার সতেরোটি পরিবার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের কাছে একটি খোলা চিঠিতে তাকে ‘অস্ট্রেলিয়ায় ইহুদি-বিদ্বেষের দ্রুত উত্থানের বিষয়ে অবিলম্বে একটি কমনওয়েলথ রয়েল কমিশন প্রতিষ্ঠা করার’ এবং ‘বন্ডাই সমুদ্র সৈকতে  হত্যাযজ্ঞের কারণ আইন প্রয়োগকারী ও গোয়েন্দা সংস্থার ব্যর্থতা’ তদন্ত করার আহ্বান জানিয়েছে।

পরিবারগুলো ওই চিঠিতে লিখেছে, ‘আমরা এই ঘটনার জবাব ও এর সমাধান চাই।’

চিঠিতে তারা লেখেন, ‘আমাদের জানা দরকার, কেন স্পষ্ট সতর্কতামূলক লক্ষণ উপেক্ষা করা হয়েছে।’

এতে আরও লিখা ছিল, কীভাবে ইহুদি-বিদ্বেষী ঘৃণা ও ইসলামী চরমপন্থাকে বিপজ্জনক ও নিয়ন্ত্রণহীনভাবে বৃদ্ধি পেতে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে সকল অস্ট্রেলিয়ানদের সুরক্ষার জন্য কী পরিবর্তন আনতে হবে।

আলবেনেস ফেডারেল তদন্তের আহ্বানের বিষয় উল্লেখ করে বলেন, ‘বছর ধরে উত্তর পাওয়ার জন্য অপেক্ষা’ করার পরিবর্তে জরুরি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

তিনি আজ সোমবার সাংবাদিকদের বলেন, ‘আমি সেই পরিবারগুলোর প্রতি সহমর্মিতা প্রকাশ করছি।  

প্রধানমন্ত্রী হিসেবে আমার কাজ হলো একতা গড়ে তোলা, সামাজিক সম্প্রীতি নিশ্চিত করা এবং জাতির প্রয়োজনীয় কাজ করা।’ 

তিনি আরও বলেন, প্রয়োজনীয় যে কোনো পরিবর্তন করা শুরু করতে হবে। 

ক্যানবেরা বন্দুক মালিকানা ও ঘৃণামূলক বক্তব্য আইনসহ পুলিশ ও গোয়েন্দা সংস্থার তদন্ত নিয়ে সংস্কারের একটি প্রস্তাব করেছে।

চিঠিতে বলা হয়েছে, ‘আমরা পিতা-মাতা, স্বামী/স্ত্রী, সন্তান এবং দাদা-দাদী হারিয়েছি। আমাদের প্রিয়জনরা বান্ডাই সমুদ্র সৈকতে  হানুকাহ উদযাপন করছিল, যা আলো ও আনন্দের উৎসব। এটি একটি  ঐতিহাসিক উন্মুক্ত স্থান, যা নিরাপদ হওয়া উচিত ছিল।’