শিরোনাম

ঢাকা, ২৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ১৯৫০ ও ৬০-এর দশকের সিনেমার আইকন, ফরাসি চলচ্চিত্রের কিংবদন্তি ব্রিজিত বারদো ৯১ বছর বয়সে মারা গেছেন।
প্যারিস থেকে এএফপি জানায়, রোববার তার ফাউন্ডেশন বিশ্বজোড়া খ্যাতি ছেড়ে প্রাণী অধিকার রক্ষায় নিজেকে উৎসর্গ করা এই অভিনেত্রীর মৃত্যুর খবর জানিয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে বারদোকে জনসমক্ষে খুব কমই দেখা গেছে। তিনি অক্টোবর মাসে হাসপাতালে ভর্তি হন এবং নভেম্বর মাসে নিজের মৃত্যুর গুজব অস্বীকার করে একটি বিবৃতি দেন। তবে তিনি কখন বা কোথায় মারা গেছেন, সে বিষয়ে ফাউন্ডেশন কিছু জানায়নি।
এএফপিকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ‘ব্রিজিত বারদো ফাউন্ডেশন গভীর দুঃখের সঙ্গে এর প্রতিষ্ঠাতা ও সভাপতি, বিশ্বখ্যাত অভিনেত্রী ও গায়িকা মাদাম ব্রিজিত বারদোর মৃত্যুসংবাদ জানাচ্ছে। তিনি তাঁর মর্যাদাপূর্ণ ক্যারিয়ার পরিত্যাগ করে প্রাণীকল্যাণ ও নিজের ফাউন্ডেশনের জন্য জীবন ও শক্তি উৎসর্গ করার পথ বেছে নিয়েছিলেন।’
১৯৫৬ সালে ‘অ্যান্ড গড ক্রিয়েটেড ওম্যান’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বারদো বিশ্বব্যাপী তারকাখ্যাতি অর্জন করেন। এরপর তিনি আরও প্রায় ৫০টি চলচ্চিত্রে অভিনয় করেন, তারপর অভিনয়জগৎ থেকে সরে দাঁড়ান।
চলচ্চিত্র থেকে অবসর নিয়ে তিনি রিভিয়েরা উপকূলের সাঁ-ত্রোপে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং প্রাণী অধিকার রক্ষার আন্দোলনে নিজেকে নিবেদিত করেন।
তার এই আহ্বান বা জীবনপথের মোড় ঘোরানো ঘটনা ঘটেছিল বলে ধারণা করা হয়, যখন শেষ চলচ্চিত্র ‘দ্য এডিফাইং অ্যান্ড জয়াস স্টোরি অব কোলিনোত’-এর শুটিং সেটে তিনি একটি ছাগলের মুখোমুখি হন।
ছাগলটিকে হত্যা থেকে বাঁচাতে তিনি সেটি কিনে নেন এবং নিজের হোটেল কক্ষে রেখে দেন।