শিরোনাম

ঢাকা, ২৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় একযোগে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। এতে বিদ্যুৎহীন হয়ে পড়েছে ১০ লক্ষাধিক ঘরবাড়ি।
দেশটির জ্বালানি কোম্পানি ডিটিইকে শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। কিয়েভ থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
বিবৃতিতে বলা হয়, ২৭ ডিসেম্বর রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার পর কিয়েভজুড়ে বড় ধরনের বিদ্যুৎ বিচ্ছিন্নতা তৈরি হয়েছে।
ডিটিইকে জানায়, বিমান হামলার সতর্ক সংকেত অব্যাহত থাকার ভেতর দিয়েই তাদের বিদ্যুৎকর্মীরা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছেন।