বাসস
  ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪:২৫

আইভরি কোস্টের সংসদীয় নির্বাচনে ভোটার উপস্থিতি কম

ঢাকা, ২৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : আইভরি কোস্টের সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ গতকাল শনিবার শেষ হয়েছে। দেশটির  বিরোধী দলগুলোর বয়কটের ফলে ভোটারদের উপস্থিতি খুবই কম ছিল।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

৮৩ বছর বয়সী আলাসানে ওয়াত্তারা তার ১৪ বছরের শাসনকাল দীর্ঘায়িত করে প্রেসিডেন্ট পদে জয়লাভের দুই মাস পর, এই নির্বাচন অনুষ্ঠিত হলো।

এএফপি’র সাংবাদিকরা বলেন, আবিদজানের ইয়োপোগন ও মালভূমি জেলায় ভোটার তালিকায় তালিকাভুক্ত ৪০০ জনের মধ্যে ১০০ জনেরও কম ভোটার ভোট দিয়েছেন।

স্বাধীন নির্বাচন কমিশন (সিইআই) আজ রোববার সকালে বলেছে, প্রাথমিক অংশগ্রহণ হার ৩২ দশমিক ৩৫ শতাংশ, যা ২০২১ সালের আগের সংসদীয় নির্বাচনের তুলনায় কম। তখন ভোটার উপস্থিতি ছিল ৩৭ দশমিক ৮৮ শতাংশ।

জাতীয় সংসদের সদস্যদের ভোট দেওয়ার জন্য ৮০ লাখেরও বেশি মানুষ নিবন্ধিত রয়েছে। যেখানে বর্তমানে ক্ষমতাসীন দলের আইন প্রণেতারা সংখ্যাগরিষ্ঠ।

আইভরি কোস্টের নির্বাচনে প্রায়ই রাজনৈতিক উত্তেজনা বা সহিংসতা দেখা যায় এবং অক্টোবরের শেষের দিকে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মোতায়েন করা ৪০ হাজারেরও বেশি নিরাপত্তা বাহিনীর কর্মী। 

গতকাল শনিবারের ভোটেও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়।

স্বাধীন নির্বাচন কমিশনের প্রধান ইব্রাহিম কুইবিয়েট কুলিবালি সাংবাদিকদের বলেন, ‘ভোটে হাঙ্গামার ঘটনা ঘটেছে, তবে আমাদের আইন প্রয়োগকারী কর্মকর্তারা সেগুলো নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন।’ 

তিনি বিস্তারিত কিছু না জানিয়ে আরও বলেন, ভোটগ্রহণে ছোটখাটো ঘটনা মূল প্রক্রিয়ার কার্যকারিতাকে বাধাগ্রস্ত করেনি।