বাসস
  ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩:০৪

নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু’ হচ্ছে : মিয়ানমার জান্তা প্রধান

ঢাকা, ২৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : পাঁচ বছর আগে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা মিয়ানমারে জান্তা প্রধান মিন অং হ্লাইং বলেছেন, চলমান নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু’ হচ্ছে।

নেপিডো থেকে এএফপি এ খবর জানায়।

রোববার রাজধানী নেপিডোতে নিজের ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মিন অং হ্লাইং বলেন, ‘আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি দিচ্ছি। সামরিক বাহিনী এই নির্বাচনের আয়োজন করছে বলে এর ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে না।’