শিরোনাম

ঢাকা, ২৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ভিয়েতনামের উত্তরাঞ্চলে আজ শনিবার একটি বাস উল্টে দুর্ঘটনায় পড়ে ৯ জন নিহত এবং আরও ৯ জন আহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।
হ্যানয় থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বাসটিতে থাকা ১৮ জন যাত্রীর মধ্যে অধিকাংশই ছিলেন হ্যানয়ের শিক্ষক, যারা লাও কাই প্রদেশে একটি দাতব্য সফরে যাচ্ছিলেন। দুর্ঘটনাটি ফিনহ হো কমিউনের একটি দীর্ঘ ঢালু রাস্তায় ঘটে।
উদ্ধারকর্মীরা বিশেষায়িত সরঞ্জাম ব্যবহার করে ধ্বংসস্তূপ থেকে জীবিতদের বের করে আনেন বলে স্থানীয় লাও কাই সংবাদপত্র জানিয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত করছে বলে উল্লেখ করা হয়েছে।
ভিয়েতনামে প্রায়ই প্রাণঘাতী বাস বা ট্রাক দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনার পেছনে সাধারণত বেপরোয়া গতি বা যান্ত্রিক ত্রুটিকে দায়ী করা হয়।
দেশটির অর্থ মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম ১০ মাসে সড়ক দুর্ঘটনায় ৮ হাজার ৫১৫ জন নিহত এবং আরো ১০ হাজার ২০৪ জন আহত হয়েছেন।