বাসস
  ২৭ ডিসেম্বর ২০২৫, ১৪:২৫

ইন্দোনেশিয়ায় পর্যটকবাহী নৌযান ডুবিতে স্প্যানিশ পরিবারের ৪ সদস্য নিখোঁজ

ঢাকা, ২৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ইন্দোনেশিয়ায় শুক্রবার রাতে একটি পর্যটকবাহী নৌযান ডুবির ঘটনা ঘটেছে। ওই নৌকা ডুবির ঘটনায়  স্প্যানিশ এক পরিবারের চার সদস্য নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। 

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তারা শনিবার এ তথ্য জানিয়েছে।

আন্তারা আরও জানায়, শুক্রবার রাতে লাবুয়ান বাজোতে জনপ্রিয় পর্যটন কেন্দ্র পাদার দ্বীপের প্রণালীতে ডুবে যাওয়ার সময় জাহাজটিতে ১১ জন আরোহী ছিল। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এই ঘটনায় দুই স্প্যানিশ পর্যটক, চার ক্রু সদস্য ও একজন ট্যুর গাইডসহ সাত জনকে উদ্ধার করা হয়েছে।

আজ শনিবারও বাকি চার জনের অনুসন্ধান অব্যাহত রয়েছে।

লাবুয়ান বাজো বন্দরের কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদ সংস্থা আন্তারা জানিয়েছে, সর্বোচ্চ তিন মিটার (১০ ফুট) পর্যন্ত উঁচু ঢেউয়ের কারণেই নৌকাটি ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে। 

বন্দর কর্তৃপক্ষের প্রধান স্টিফানাস রিসদিয়ান্তো সংস্থাটিকে বলেন, ‘ঢেউয়ের কারণে প্রাথমিক অনুসন্ধান চালানো কঠিন করে তুলেছে।’

শনিবার খারাপ আবহাওয়ার কারণে পাদার দ্বীপ পর্যটকদের জন্য বন্ধ ছিল।

প্রায় ১৭ হাজার দ্বীপের দক্ষিণ-পূর্ব এশীয় দ্বীপপুঞ্জ ইন্দোনেশিয়ায় সামুদ্রিক দুর্ঘটনা নিয়মিত ঘটে, প্রায়শই দুর্বল নিরাপত্তা ব্যবস্থা ও খারাপ আবহাওয়ার কারণে হয়ে থাকে।