বাসস
  ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩:৩১

ইসরাইলে ছুরিকাঘাত ও গাড়িচাপায় নিহত ২

ঢাকা, ২৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : উত্তর ইসরাইলে গতকাল শুক্রবার এক ফিলিস্তিনির ছুরিকাঘাতে ও গাড়িচাপায় দুই ব্যক্তি নিহত হয়েছে বলে জানা গেছে। যার ফলে অধিকৃত পশ্চিম তীরে হামলাকারীর গ্রামে সামরিক অভিযান চালনো হয়েছে। ইসরাইলি পুলিশ এ তথ্য জানিয়েছে। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গাজার পশ্চিম তীরে বেসামরিক পোশাক পরিহিত এক ইসরাইলি সামরিক রিজার্ভ সদস্য তার গাড়িটি একজন ফিলিস্তিনি ব্যক্তির ওপর চাপা দেওয়ার একদিন পর এই হামলা চালানো হয়। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ওই অঞ্চলে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। 

গত ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের ওপর হামাসের হামলার ফলে গাজা যুদ্ধের সূত্রপাত হয়। যা ইসরাইলের অভ্যন্তরে ফিলিস্তিনিদের দ্বারা বেশ কয়েকটি আক্রমণের সূত্রপাত করে, যার ফলে কয়েক ডজন মানুষ নিহত হয়।

ইসরাইলি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে যে এটি একটি ধারাবাহিক সন্ত্রাসী হামলা যা বেইত শিয়ান শহরে শুরু হয়। যেখানে একজন পথচারীকে গাড়ি চাপায় নিহত হন। নিহত ব্যক্তির বয়স ৬৮ বছর বয়সী হতে পারে। 

এতে বলা হয়েছে, একজন তরুণীকে ছুরিকাঘাত করা হয় এবং একজন বেসামরিক পথচারীর হস্তক্ষেপে আফুলার মাওনট জংশনের কাছে সন্দেহভাজন ব্যক্তি গুলি চালায়। আক্রমণকারীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনীর ম্যাগেন ডেভিড অ্যাডোম জরুরি পরিষেবা এক বিবৃতিতে জানিয়েছে, আহত দুজনই মারা গেছেন, এবং ১৬ বছর বয়সী এক ব্যক্তি ‘গাড়ির ধাক্কায়’ আহত হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, হামলাকারী ‘বেশ কয়েকদিন আগে ইসরাইলি ভূখণ্ডে অনুপ্রবেশ করে।

ইসরাইলি পুলিশ পরে জানিয়েছে, ৩৪ বছর বয়সী হামলাকারী কাবাতিয়ার বাসিন্দা এবং বেইত শিয়ানে তার নিয়োগকর্তার গাড়ি ব্যবহার করে দুই ব্যক্তিকে ধাক্কা দেয় এবং তারপর তিনি দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে ধাক্কা দেন।

বাহিনী জানিয়েছে, তারপর তিনি তার গাড়ি থেকে ছুরি নিয়ে বেরিয়ে আসেন এবং ১৮ বছর বয়সী এক নারীকে  বারবার ছুরিকাঘাত করেন। বাহিনী আরও জানিয়েছে, আক্রমণকারীর নিয়োগকর্তাকে আটক করা হয়েছে।