বাসস
  ২৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫৫

জঙ্গিদের বিরুদ্ধে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র : নাইজেরিয়ার তথ্যমন্ত্রী

ঢাকা, ২৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গিদের ঘাঁটিতে চালানো যুক্তরাষ্ট্রের হামলায় ড্রোন থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী।

এক বিবৃতিতে তথ্যমন্ত্রী মোহাম্মদ ইদ্রিস বলেন, সাহেল করিডোর দিয়ে নাইজেরিয়ায় অনুপ্রবেশের চেষ্টা করা আইএসআইএস সদস্যদের লক্ষ্য করে এমকিউ-৯ রিপার মানববিহীন আকাশযান (ড্রোন) থেকে মোট ১৬টি জিপিএস-নির্দেশিত নির্ভুল অস্ত্র ব্যবহার করা হয়েছে। 

তিনি আরও বলেন, ‘এতে লক্ষ্যবস্তুতে থাকা আইএসআইএস উপাদানগুলোকে সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে।’
তিনি আরও জানান, এই হামলার আগে ‘ব্যাপক গোয়েন্দা তথ্য সংগ্রহ, অপারেশনাল পরিকল্পনা ও নজরদারি’ চালানো হয়েছিল, যেখানে নাইজেরিয়াও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।