বাসস
  ২৭ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮

বিস্ফোরণে কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী কিয়েভ

ঢাকা, ২৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ইউক্রেনের রাজধানী কিয়েভে আজ শনিবার ভোরে একাধিক শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে। স্থানীয় সময় ভোরের দিকে শহরজুড়ে বিকট শব্দ শোনা যায়।

কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে বলেছে, ইউক্রেনের রাজধানীতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিটসকো টেলিগ্রামে এক বার্তায় বলেন, ‘রাজধানী কিয়েভে বিস্ফোরণ হচ্ছে। বিমান প্রতিরক্ষা বাহিনী কাজ করছে। তিনি বলেন, সবাই আশ্রয়কেন্দ্রে থাকুন।’

এই হামলার পর ইউক্রেনের বিমানবাহিনী পুরো দেশজুড়ে আজ শনিবার ভোরে এয়ার এলার্ট জারি করেছে। বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, রাজধানী কিয়েভসহ বিভিন্ন অঞ্চলের দিকে ড্রোন ও মিসাইল ধেয়ে আসছে, যা প্রতিহত করার চেষ্টা চলছে।

বার্তাসংস্থা এএফপির এক সাংবাদিক ঘটনাস্থল থেকে জানান, তিনি একাধিক তীব্র বিস্ফোরণের শব্দ শুনেছেন। একই সঙ্গে আকাশে কমলা রঙের আগুনের বিশাল কুণ্ডলি দেখা গেছে, যা হামলার তীব্রতার ইঙ্গিত দেয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার ফ্লোরিডায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করতে যাচ্ছেন এবং ২০২২ সাল থেকে হাজার হাজার মানুষের প্রাণহানির ঘটনায় নিহত হওয়া যুদ্ধের অবসানের প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

গতকাল শুক্রবার রাশিয়া অভিযোগ করে, ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্ভাব্য শান্তি আলোচনা ‘বানচাল’ করার চেষ্টা করছেন।