বাসস
  ২৭ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ‘তৎক্ষণাৎ’ যুদ্ধবিরতি ঘোষণা

ঢাকা, ২৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : কয়েক সপ্তাহের প্রাণঘাতী সীমান্ত সংঘাতের পর, অবশেষে ‘তৎক্ষণাৎ’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। 

শনিবার দুই দেশের পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

দেশ দুটির ‘স্পেশাল জেনারেল বর্ডার কমিটি’র পক্ষ থেকে কম্বোডিয়া এই বিবৃতি প্রকাশ করেছে।

নমপেন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সেখানে বলা হয়, ‘যৌথ বিবৃতিতে স্বাক্ষরের পর আজ (২৭ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টা থেকে উভয় পক্ষ অবিলম্বে যুদ্ধবিরতি পালনে সম্মত হয়েছে। 

এই সিদ্ধান্ত অনুযায়ী সব ধরনের অস্ত্রশস্ত্র ব্যবহার বন্ধের পাশাপাশি বেসামরিক নাগরিক, বেসামরিক স্থাপনা ও অবকাঠামো এবং সামরিক লক্ষ্যবস্তুতে যে কোনো ধরনের আক্রমণ থেকে উভয় দেশ বিরত থাকবে। সকল অঞ্চল ও সব ধরনের পরিস্থিতির জন্যই এই নির্দেশনা কার্যকর হবে।’