শিরোনাম

ঢাকা, ২৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জাপানের মধ্যাঞ্চলের একটি কারখানায় ছুরিকাঘাতের ঘটনায় ১৪ জন আহত হয়েছেন, যেখানে অজ্ঞাত এক ধরনের তরলও স্প্রে করা হয়েছিল বলে শুক্রবার এক জরুরি পরিষেবা কর্মকর্তা জানিয়েছেন।
টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
শিজুওকা অঞ্চলের মিশিমা শহরের দমকল বিভাগের কর্মকর্তা তোমোহারু সুগিয়ামা এএফপি’কে বলেন, ১৪ জনকে জরুরি সেবার মাধ্যমে হাসপাতালে নেওয়া হয়েছে।
তিনি আরো জানান, স্থানীয় সময় বিকেল প্রায় ৪টা ৩০ মিনিটে পার্শ্ববর্তী একটি রাবার কারখানা থেকে ফোন পেয়ে তারা জানতে পারেন যে, এক ব্যক্তি পাঁচ বা ছয়জনকে ছুরিকাঘাত করেছে এবং সেখানে স্প্রে-জাতীয় একটি তরল ব্যবহার করা হয়েছে।
জাপানের গণমাধ্যম জানিয়েছে, সন্দেহভাজন একজনকে ইতোমধ্যে হেফাজতে নেওয়া হয়েছে।