বাসস
  ২৫ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৬

কড়া নিরাপত্তার মধ্যে স্থানীয় নির্বাচনে যাচ্ছে মোগাদিশু

ঢাকা, ২৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) :  নিরাপত্তা উদ্বেগের মধ্যে সম্পূর্ণ নগরজুড়ে লকডাউন জারি রেখে বৃহস্পতিবার স্থানীয় নির্বাচনে ভোট দিতে যাচ্ছে সোমালিয়ার রাজধানী মোগাদিসু। 

প্রায় ৬০ বছরের মধ্যে সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে এটি হবে প্রথম নির্বাচন।

নাইরোবি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

দশকের পর দশক ধরে চলা সংঘাত ও বিশৃঙ্খলা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে মোগাদিশু।

একই সঙ্গে রক্তক্ষয়ী বিদ্রোহ এবং ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগেরও মোকাবিলা করছে পূর্ব আফ্রিকার দেশটি।

বৃহস্পতিবারের এই ভোট হবে প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদের পক্ষে প্রত্যক্ষ ভোট ব্যবস্থার একটি পরীক্ষামূলক উদ্যোগ। 

তবে, সদস্য রাজ্যগুলোর এতে বিরোধিতা রয়েছে।

তাদের মতে, এটি মোগাদিশুতে ক্ষমতা কেন্দ্রীভূত করার একটি অপচেষ্টা।

দেশটির নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বানাদির অঞ্চলে ৩৯০টি স্থানীয় কাউন্সিল আসনের জন্য ১ হাজার ৬ শতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রধান বিরোধী দলগুলো নির্বাচন বর্জন করেছে। তারা ফেডারেল সরকারের বিরুদ্ধে ‘একতরফা নির্বাচন প্রক্রিয়া’ পরিচালনার অভিযোগ এনেছে।

১৯৬৯ সালে সিয়াদ বারে ক্ষমতা দখলের পর সোমালিয়ায় প্রত্যক্ষ ভোটব্যবস্থা বিলুপ্ত করা হয়। 

১৯৯১ সালে তার কর্তৃত্ববাদী সরকারের পতনের পর থেকে, দেশের রাজনৈতিক ব্যবস্থা মূলত গোত্রভিত্তিক কাঠামোর ওপর নির্ভর করে চলছে।

তবে, বিচ্ছিন্নতাবাদী অঞ্চল সোমালিল্যান্ডে সর্বজনীন ভোটাধিকার চালু রয়েছে। 

ওই অঞ্চল ১৯৯১ সালে স্বাধীনতা ঘোষণা করলেও আন্তর্জাতিকভাবে কখনো স্বীকৃতি পায়নি।

গত সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে ভোটের দিন দেশের প্রধান বিমানবন্দর বন্ধ থাকবে।