শিরোনাম

ঢাকা, ২৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ইসরাইলি সেনাবাহিনী বুধবার জানিয়েছে, তারা দুই সপ্তাহ আগে গাজা উপত্যকায় হামলায় নিহত হামাসের এক কর্মকর্তাকে শনাক্ত করেছে।
জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
হামাসের সশস্ত্র শাখার আর্থিক কর্মকর্তা আবদেল হাই জাকুত ১৩ ডিসেম্বর এক হামলায় নিহত হন। এ হামলায় সামরিক কমান্ডার রায়েদ সাদও নিহত হয়েছিলেন। ইসরাইলের তথ্যমতে, রায়েদ সাদ ছিলেন ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার অন্যতম পরিকল্পনাকারী।
ইসরাইলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র অ্যাভিখাই আদ্রেয় বুধবার বলেন, নিহত হওয়ার আগে রায়েদ সাদের সঙ্গে জাকুত একটি গাড়িতে ছিলেন। ইসরাইলি সেনাবাহিনী ও শিন বেতের যৌথ অভিযানে তারা নিহত হন। শিন বেত হলো ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা।
আদ্রেয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, জাকুত হামাসের সশস্ত্র শাখার আর্থিক বিভাগে যুক্ত ছিলেন।
তিনি আরো বলেন, গত এক বছরে জাকুত হামাসের সশস্ত্র শাখার জন্য কয়েক মিলিয়ন ডলার সংগ্রহ ও স্থানান্তরের দায়িত্বে ছিলেন। এর উদ্দেশ্য ছিল ইসরাইল রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া।
গাজা উপত্যকায় হামাসের নেতা খলিল আল-হাইয়া গত ১৪ ডিসেম্বর রায়েদ সাদ এবং তার সঙ্গীদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছিলেন। তবে, তিনি জাকুতের নাম উল্লেখ করেননি।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, সাদ হামাসের সামরিক শাখার অস্ত্র উৎপাদন সদর দপ্তরের প্রধান ছিলেন এবং তিনি হামাসের সক্ষমতা বৃদ্ধির তত্ত্বাবধান করতেন।
গত ১০ অক্টোবর থেকে গাজা উপত্যকায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। ইসরাইল ও হামাস একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করছে।