শিরোনাম

ঢাকা, ২৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী শীতকালীন ঝড় আঘাত হেনেছে। সেখানে ভারী বৃষ্টি ও তুষারপাতও শুরু হয়েছে।
দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে শত শত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বড় ধরনের বন্যা ও যাতায়াতে বিঘ্নের আশঙ্কা রয়েছে। বড়দিন পর্যন্ত রাজ্যের বড় অংশে এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
লস অ্যাঞ্জেলেস থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
মঙ্গলবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর জানায়, ‘একটি অ্যাটমোসফেরিক রিভার (বায়ুমণ্ডলের একটি সরু, দীর্ঘ করিডোর, যা গ্রীষ্মমন্ডলীয় অঞ্চল থেকে মেরুতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পরিবহন করে), শুক্রবার পর্যন্ত ক্যালিফোর্নিয়াজুড়ে ভারী বৃষ্টি, তুষারপাত ও দমকা হাওয়া বয়ে আনবে। রাজ্যের উত্তর, মধ্য ও দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের ‘চরম সতর্কতা’ অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
লস অ্যাঞ্জেলেসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ এরিয়েল কোহেন বলেন, বড়দিনের ছুটিতে যারা সড়কে বের হওয়ার পরিকল্পনা করছেন, তাদের তা পুনর্বিবেচনা করা উচিত।
‘পাইনঅ্যাপল এক্সপ্রেস’ নামে পরিচিত এই অ্যাটমোসফেরিক রিভার হাওয়াইয়ের উষ্ণ অঞ্চল থেকে বিপুল আর্দ্রতা এনে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে বর্ষণ ঘটায়।
এর প্রভাবে কয়েক দিন ধরে বৃষ্টি ও তুষারপাত চলবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
কোহেন জানান, বুধবার রাত থেকে শুক্রবার পর্যন্ত অনেক এলাকায় বড় ধরনের বন্যা দেখা দিতে পারে। একই সঙ্গে পাহাড়ি এলাকা ও গিরিখাতের সড়কগুলোতে পাথর ধস ও কাদা ধসের আশঙ্কা রয়েছে।
দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কিছু এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ ১২ ইঞ্চি বা ৩০ দশমিক ৫ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে।
রাজ্য কর্মকর্তারা জানান, ২০২৫ সালে ক্যালিফোর্নিয়ায় ৮ হাজার ১৯টি দাবানলে ৩১ জন নিহত হন। এতে ৫ লাখ ২৫ হাজার ২২৩ একর বা ২ লাখ ১২ হাজার ৫৫১ হেক্টর এলাকা পুড়ে যায়। বছরের শুরুতে লস অ্যাঞ্জেলেসে বড় দাবানলে প্যাসিফিক প্যালিসেডসসহ আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়।
লস অ্যাঞ্জেলেস কাউন্টির কর্মকর্তারা এক বিবৃতিতে বলেন, জানুয়ারির দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকাসহ সাম্প্রতিক পোড়া অঞ্চলগুলো কাদা ও ধ্বংসাবশেষের স্রোতের ঝুঁকিতে রয়েছে।
লস অ্যাঞ্জেলেসের আইন প্রয়োগকারী সংস্থা জানিয়েছে, মঙ্গলবার দুই শতাধিক বাড়ি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাত পর্যন্ত লস অ্যাঞ্জেলেস কাউন্টির বড় অংশ ও রাজ্যের অন্যান্য এলাকায় বন্যা সতর্কতা জারি ছিল।
ক্যালিফোর্নিয়ার পূর্ব সীমান্তজুড়ে বিস্তৃত সিয়েরা নেভাদা পর্বতমালায় চলতি সপ্তাহেই এক ফুটের বেশি তুষারপাত হয়েছে। ঝড় শেষ হওয়ার আগে সেখানে সর্বোচ্চ পাঁচ ফুট পর্যন্ত তুষারপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
ঝড়ের প্রভাবে রাজ্যজুড়ে ঘণ্টায় সর্বোচ্চ ৫৫ মাইল বা ৮৮ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
আবহাওয়া কর্মকর্তারা সতর্ক করে বলেন, মাটি অতিরিক্ত ভিজে যাওয়ার সঙ্গে প্রবল বাতাস মিলিত হয়ে ব্যাপকভাবে গাছ ও বিদ্যুতের লাইন উপড়ে পড়ার ঝুঁকি তৈরি করেছে। এতে প্রাণ ও সম্পত্তির বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।