বাসস
  ২৩ ডিসেম্বর ২০২৫, ২০:০৬

পোল্যান্ডের কয়লাখনিতে গ্যাস লিক হয়ে নিহত ২

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : পোল্যান্ডের একটি কয়লাখনিতে মিথেন গ্যাস লিক হয়ে দুই শ্রমিকের প্রাণহানি ঘটেছে। খনি কর্তৃপক্ষ আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। উল্লেখ্য, একই খনিতে গ্যাস বিস্ফোরণে ২০২২ সালে ১৪ জনের প্রাণহানি ঘটেছিল। 

ওয়ারশ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সোমবার বিকেলে দক্ষিণ পোল্যান্ডের সিলেসিয়া অঞ্চলের প্নিওভেক খনিতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে খনি পরিচালনাকারী প্রতিষ্ঠান ইয়াসত্রজেবস্কা স্পোলকা ভেগলোয়া (জেএসডব্লিউ)। 

জেএসডব্লিউ জানিয়েছে, নিহত দুই শ্রমিকই ছিলেন অত্যন্ত অভিজ্ঞ এবং দুর্ঘটনার সময় তারা ভূপৃষ্ঠের ৮৩০ মিটার (২ হাজার ৭২৩ ফুট) নিচে কাজ করছিলেন। অন্য আটজনকে উদ্ধার করা হয়েছে।

পোল্যান্ড এখনো তার মোট জ্বালানির প্রায় ৬০ শতাংশ কয়লার ওপর নির্ভরশীল। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে একাধিক খনি দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

পোল্যান্ড এখনও তার প্রায় ৬০ শতাংশ জ্বালানির জন্য কয়লার ওপর নির্ভরশীল এবং সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে একাধিক খনি দুর্ঘটনা ঘটেছে।
২০২২ সালের এপ্রিলে একই প্নিওভেক খনিতে মিথেন গ্যাস বিস্ফোরণে ১৪ জন শ্রমিক ও উদ্ধারকর্মী নিহত হয়েছিলেন।

পোল্যান্ডের রাষ্ট্রীয় টেলিভিশন টিভিপি জানিয়েছে, চলতি বছর খনিতে এখন পর্যন্ত ১৫ জনের প্রাণহানি ঘটেছে।

এদিকে, পোল্যান্ড তার অর্থনীতিকে কার্বনমুক্ত করার উদ্যোগ নিয়েছে এবং আগামী কয়েক দশকে একাধিক কয়লাখনি বন্ধ করার পরিকল্পনা করছে।