বাসস
  ২৩ ডিসেম্বর ২০২৫, ১৬:২৬

মধ্য আফ্রিকায় নির্বাচনে প্রেসিডেন্ট তুয়াদেরার বিরুদ্ধে ৬ প্রার্থী

ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে আগামী শনিবার অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন নেতা ফস্টিন আরশঁজ তুয়াদেরা’র বিরুদ্ধে লড়ছেন ছয়জন প্রার্থী।

দেশটির রাজধানী ও বৃহত্তম নগরী বাংগি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

দেশটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে অস্থিতিশীল। ২০১৬ সালে প্রথমবার নির্বাচিত তুয়াদেরা’র বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ, তিনি তৃতীয় মেয়াদে প্রার্থী হয়ে আজীবন ক্ষমতায় থাকার চেষ্টা করছেন। ২০২৩ সালে সংবিধান পরিবর্তনের মাধ্যমেই তার এই পথ সুগম হয় বলে বিরোধীরা অভিযোগ করছেন।

তুয়াদেরাকে সরিয়ে দিতে যেসব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নামা ছয় প্রার্থী হলেন— আনিসে জর্জ দোলোগুয়েলে, হেনরি-মারি দঁদ্রা, সার্জ জরি, এরিস্তিদ ব্রিয়াঁ রেবোয়া, এডি সিম্ফোরিয়েন কপারেকুতি ও মার্সেলাঁ ইয়ালেমঁদে।