শিরোনাম

ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সুদানের প্রধানমন্ত্রী গতকাল সোমবার যুদ্ধবিধ্বস্ত দেশটির জন্য প্রস্তাবিত একটি শান্তি পরিকল্পনাকে সমর্থন দিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, সংঘাত বন্ধে যুদ্ধবিরতি ও বিশ্বব্যাপী পর্যবেক্ষণের আহ্বান জানানো এই পরিকল্পনাকে সমর্থন দিয়ে পরিষদের ‘ইতিহাসের সঠিক দিকে’ দাঁড়ানো উচিত।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
গত ২০২৩ সালের এপ্রিল মাস থেকে সুদানের সেনাবাহিনী পশ্চিম এবং দক্ষিণের কিছু অংশ নিয়ন্ত্রণকারী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর আধাসামরিক বাহিনীর সাথে লড়াই চলছে। যার ফলে হাজার হাজার মানুষ নিহত এবং লাখ লাখ বাস্তুচ্যুত হয়েছে।
নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে সুদানের প্রধানমন্ত্রী কামিল ইদ্রিস বলেন, ‘আমাদের একটি সর্বাত্মক যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে, যা জাতিসংঘ, আফ্রিকান ইউনিয়ন ও আরব লীগ কর্তৃক যৌথ তত্ত্বাবধানে বাস্তবায়িত হবে। একই সঙ্গে বিদ্রোহী মিলিশিয়াদের দখলকৃত সব এলাকা থেকে তাদের প্রত্যাহার করতে হবে।’
ইদ্রিস ‘আন্তঃ-সুদানী সংলাপ’ শুরু করার জন্য একটি অন্তর্বর্তীকালীন সময়ের পরে অবাধ নির্বাচন আয়োজনের অঙ্গীকার করেন।
তবে, জাতিসংঘের একজন মুখপাত্র বলেন, সুদানী প্রধানমন্ত্রী কখনো জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাথে দেখা করেননি।
গত নভেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘাত শেষ করতে সহায়তার ইচ্ছা প্রকাশ করেন। তবে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মধ্যস্থতাকারী দেশ— মিশর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (কায়াড)-এর নেতৃত্বে অনুষ্ঠিত আলোচনা এখনও অচলাবস্থায় রয়েছে।