শিরোনাম

ঢাকা, ২২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : অস্ট্রেলিয়ার বন্ডাই সমুদ্র সৈকতে গত সপ্তাহে ঘটে যাওয়া ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় জড়িত দুই সন্দেহভাজন হামলার জন্য গ্রামাঞ্চলে প্রশিক্ষণ নিয়েছিল বলে জানা গেছে।
দেশটির পুলিশের পক্ষ থেকে সোমবার আদালতের কাছে এ বিষয়ে অভিযোগ করা হয়েছে।
এই ঘটনার প্রেক্ষিতে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ঘৃণামূলক বক্তব্য ও চরমপন্থার বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ওই হামলায় জড়িত বাবা সাজিদ আকরাম এবং ছেলে নাভিদের বিরুদ্ধে বন্ডাই সৈকতে একটি হানুকা অনুষ্ঠানে বন্দুক হামলা চালিয়ে ১৫ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।
এই হামলা দেশটির প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ হত্যাযজ্ঞ।
পুলিশ সোমবার জানিয়েছে, দুই অভিযুক্ত গুলি চালানোর আগে নিউ সাউথ ওয়েলসের একটি গ্রামাঞ্চলে ‘অস্ত্র প্রশিক্ষণ’ সম্পন্ন করেছিল।
প্রকাশিত ছবিতে অভিযুক্তদের শটগান গুলি চালাতে দেখা গেছে।
পুলিশ জানিয়েছে, গত অক্টোবর মাসে বাবা ও ছেলে ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের পতাকার সামনে বসে ‘জায়নবাদীদের’ বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একটি ভিডিও রেকর্ড করেছিল এবং হামলার জন্য তাদের উদ্দেশ্যের বিস্তারিত বর্ণনা করেছিল।
নথি থেকে জানা যায়, হত্যাকাণ্ডের কয়েক দিন আগে তারা রাতে বন্ডাই সৈকতে একটি ‘গোপন নজরদারি’ অভিযানও পরিচালনা করেন।
সোমবার, আলবানিজ ঘোষণা দেন, ‘ঘৃণা প্রচার একটি গুরুতর অপরাধ, আর এ অপরাধ যাতে না হয়, সেই জন্য একটি নতুন কঠোর আইন করা হবে।’
আলবানিজ সাংবাদিকদের বলেন, ‘আমরা আইএসআইএস সন্ত্রাসীদের জিততে দেব না। আমরা তাদেরকে আমাদের সমাজকে বিভক্ত করতে দেব না এবং আমরা একসঙ্গে এই পরিস্থিতি কাটিয়ে উঠব।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে আমার দায়িত্ববোধ থেকে আমি এই নৃশংস ঘটনার দায় অনুভব করছি, যা আমার প্রধানমন্ত্রিত্বকালে ঘটেছে। ইহুদি সম্প্রদায় ও সমগ্র জাতি যা সহ্য করেছে, তার জন্য আমি দুঃখিত।’
আলবানিজ আরও বলেন, ‘সরকার অস্ট্রেলীয় ইহুদিদের সুরক্ষা নিশ্চিত করতে প্রতিদিন কাজ করবে। অস্ট্রেলীয় নাগরিক হিসেবে তাদের মৌলিক অধিকার রক্ষায় সরকার কাজ করে যাবে, যাতে করে তারা নিজেদের পরিচয়ে গর্ব করতে পারে এবং স্বাধীনভাবে ধর্মচর্চা করতে পারে।’
তিনি আরও বলেন, সরকার ইহুদিদের অধিকার রক্ষায় কাজ করে যাবে, যেন তারা তাদের সন্তানদের শিক্ষা দিতে পারে ও তারা অস্ট্রেলীয় সমাজে সম্পূর্ণভাবে অংশ নিতে পারে।