বাসস
  ২২ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৭

‘দ্য ওয়্যারের’ অভিনেতা জেমস র‌্যানসোনের মৃত্যু, আত্মহত্যা নিশ্চিত

ঢাকা, ২২ ডিসেম্বর ২০২৫ (বাসস) : মার্কিন অভিনেতা জেমস র‌্যানসোন মারা গেছেন। জনপ্রিয় ক্রাইম ড্রামা সিরিজ ‘দ্য ওয়্যার’-এ মাদক ব্যবসায়ী জিগি সোবোটকা চরিত্রে অভিনয়ের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। রোববার কর্মকর্তারা জানান, মৃত্যুকালে তার বয়স ছিল ৪৬ বছর।

লস অ্যাঞ্জেলেস থেকে এএফপি এ খবর জানায়।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল এক্সামিনারের কার্যালয় জানিয়েছে, র‌্যানসোনের মৃত্যু আত্মহত্যাজনিত।

চরিত্রাভিনেতা হিসেবে পরিচিত র‌্যানসোন পর্দায় প্রায়ই অতীতের ক্ষতবিক্ষত জীবনের চরিত্রে অভিনয় করতেন। তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে জন্মগ্রহণ করেন। এই শহরই ছিল ‘দ্য ওয়্যার’ সিরিজের প্রধান পটভূমি। সিরিজটি ২০০০-এর দশকের শুরুতে পুলিশ কর্মকর্তা ও তাদের তদন্তাধীন মাদক ব্যবসায়ীদের গল্প তুলে ধরে।

পুরস্কারপ্রাপ্ত এই সিরিজের দ্বিতীয় মৌসুমে তিনি ১২টি পর্বে ডক শ্রমিক থেকে মাদক ব্যবসায়ীতে পরিণত হওয়া এক চরিত্রে অভিনয় করেন।

টেলিভিশনের বাইরে হলিউডের বেশ ক’টি ছবিতেও অভিনয় করেন র‌্যানসোন। এর মধ্যে রয়েছে ভৌতিক চলচ্চিত্র ‘ইট: চ্যাপ্টার টু’ এবং ‘দ্য ব্ল্যাক ফোন’।

চলতি বছরে তার শেষ পর্দায় উপস্থিতি ছিল পিকক টেলিভিশনের সিরিজ ‘পোকার ফেস’ ও চলচ্চিত্র ‘ব্ল্যাক ফোন ২’-এ।