বাসস
  ২২ ডিসেম্বর ২০২৫, ১৩:২৯

মালয়েশিয়ার সাবেক নাজিবের গৃহবন্দি হওয়ার আবেদন খারিজ

ঢাকা, ২২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : কারাবন্দি মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের গৃহবন্দির আবেদন খারিজ করা হয়েছে। সোমবার আদালত এই সিদ্ধান্ত দেয়। আগামী শুক্রবার ১ এমডিবি দুর্নীতিকাণ্ডে সংশ্লিষ্ট আরেকটি রায়ের আগে এটি তার জন্য একটি বড় আইনি ধাক্কা।

কুয়ালালামপুর থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

বিচারক অ্যালিস লোক ই চিং কুয়ালালামপুর হাইকোর্টকে বলেন ‘বিচারিক পর্যালোচনা খারিজ করা হল।’