বাসস
  ২২ ডিসেম্বর ২০২৫, ১১:২২

মায়ামি বৈঠকে যুদ্ধ বন্ধে ‘গঠনমূলক’  আলোচনা হয়েছে, তবে দৃশ্যমান অগ্রগতি হয়নি

ঢাকা, ২২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের দূতরা গতকাল রোববার এক যৌথ বিবৃতিতে মায়ামিতে অনুষ্ঠিত আলোচনাকে ‘গঠনমূলক’ বলে আখ্যা দিলেও রাশিয়ার সঙ্গে যুদ্ধ অবসানের প্রচেষ্টায় কোনো দৃশ্যমান অগ্রগতির ঘোষণা দেননি।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত কয়েক দিনে ইউক্রেন ও রাশিয়ার শীর্ষ প্রতিনিধিদের পাশাপাশি কিয়েভের ইউরোপীয় মিত্ররাও দক্ষিণ ফ্লোরিডায় অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের উদ্যোগে পৃথক পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়।

এই বৈঠকগুলো কয়েক সপ্তাহ ধরে যুদ্ধ শেষ করার পরিকল্পনা নিয়ে চলা কূটনৈতিক তৎপরতার সর্বশেষ পদক্ষেপ। গত মাসে ওয়াশিংটন একটি ২৮ দফা প্রস্তাব দেয়, যা ব্যাপকভাবে ক্রেমলিনের দাবির প্রতিধ্বনি হিসেবে দেখা হয়। পরে ইউক্রেন ও ইউরোপের অংশগ্রহণে সেটি সংশোধন করা হয়েছে, তবে বিষয়বস্তু প্রকাশ করা হয়নি।

উইটকফ ও ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম উমেরভ এক্সে-এ এক পোস্টে পৃথক বিবৃতিতে জানান, ‘গত তিন দিনে ফ্লোরিডায় ইউক্রেনীয় প্রতিনিধিদল আমেরিকান ও ইউরোপীয় অংশীদারদের সঙ্গে একাধিক বৈঠকে গঠনমূলক আলোচনা হয়েছে।’

তারা বলেন, দ্বিপাক্ষিক মার্কিন-ইউক্রেন বৈঠকে ‘চারটি মূল নথি’র ওপর অবস্থান সমন্বয়ের ওপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে, সেগুলো হলো: ‘২০-দফা পরিকল্পনা’, একটি ‘বহুপাক্ষিক নিরাপত্তা গ্যারান্টি কাঠামো’, ‘ইউক্রেনের জন্য মার্কিন নিরাপত্তা গ্যারান্টি কাঠামো’ এবং একটি ‘অর্থনৈতিক ও সমৃদ্ধি পরিকল্পনা’।

তারা বলেন, ‘পরবর্তী পদক্ষেপগুলোর সময়সীমা ও ক্রম নির্ধারণ নিয়ে আলোচনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে,’ তবে কোনো নতুন বৈঠকের ঘোষণা করা হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, কিয়েভের ইউরোপীয় মিত্রদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারাও আলোচনায় যোগ দেন, যাতে ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে একটি যৌথ কৌশলগত অবস্থান গড়ে তোলা যায়।

রাশিয়ার দূত কিরিল দিমিত্রিয়েভও দক্ষিণ ফ্লোরিডায় রয়েছেন এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন।  ওই বৈঠকে বিলিয়নেয়ার রিয়েল এস্টেট ডেভেলপার উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও উপস্থিত ছিলেন।