বাসস
  ২১ ডিসেম্বর ২০২৫, ১৯:১৩

মাখোঁর সঙ্গে পুতিনের আলোচনার প্রস্তুতিকে স্বাগত জানিয়েছে ফরাসি প্রেসিডেন্সি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। কোলাজ : বাসস

ঢাকা, ২১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় রোববার জানিয়েছে, প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলোচনার প্রস্তুতিকে তারা স্বাগত জানায়। এ বিষয়ে কয়েক দিনের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে। 

প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে ইউরোপকে আবারও রাশিয়ার সঙ্গে যোগাযোগ স্থাপন করা উচিত।

এলিসি প্রাসাদ জানিয়েছে, ক্রেমলিন প্রকাশ্যে এই উদ্যোগে সম্মতি জানিয়েছে, আমরা এটিকে স্বাগত জানাই। এ বিষয়ে কীভাবে এগোনো যায়, আগামী কয়েক দিনের মধ্যে আমরা সিদ্ধান্ত নেব।

ফরাসি প্রেসিডেন্সি জোর দিয়ে বলেছে, মস্কোর সঙ্গে যেকোনো আলোচনা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় মিত্রদের সঙ্গে নিয়ে ‘সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে’ করা হবে। এর লক্ষ্য থাকবে ইউক্রেনের জন্য একটি  ‘দৃঢ় ও স্থায়ী শান্তি’ নিশ্চিত করা।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রোববার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, পুতিন ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে সংলাপে অংশ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন।

এর আগে ম্যাখোঁ সপ্তাহের শুরুর দিকে বলেছিলেন, ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনায় যুক্তরাষ্ট্রের বাইরে ইউরোপেরও উচিত পুতিনের সঙ্গে আবারো যোগাযোগ স্থাপন করা।

এলিসি প্রাসাদ বলেছে, ইউক্রেনে আগ্রাসন এবং প্রেসিডেন্ট পুতিনের একগুঁয়েমি গত তিন বছরে যেকোনো সংলাপের সম্ভাবনা শেষ করে দিয়েছে।

তবে তারা আরও বলেছে, যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনার সম্ভাবনা স্পষ্ট হয়ে উঠলে আবারও পুতিনের সঙ্গে আলোচনা কার্যকর হয়ে উঠবে।

ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র এই সপ্তাহান্তে ফ্লোরিডায় আবারো আলোচনার আয়োজন করছে। এই আলোচনার মধ্যস্থতা করছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। আলোচনায় একদিকে ইউক্রেন ও ইউরোপীয় দূতরা এবং অন্যদিকে রুশ দূত কিরিল দিমিত্রিয়েভ অংশ নিচ্ছেন। এতে অংশ নিতে তিনি শনিবার মায়ামিতে পৌঁছেছেন।