শিরোনাম

ঢাকা, ২১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে শনিবার বড় ধরনের এক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। এতে প্রায় ১ লাখ ৩০ হাজার বাসিন্দা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন বলে জানিয়েছে শহরের প্রধান বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান। খবর বার্তা সংস্থা এএফপি’র।
প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক কোম্পানি (পিজি অ্যান্ড ই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই বিদ্যুৎ বিভ্রাটে আমরা জরুরি সেবা সংস্থা ও শহর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছি। সান ফ্রান্সিসকোতে প্রায় ১ লাখ ৩০ হাজার গ্রাহক এতে সংকটে পড়েছেন এবং তাদের কাজে বিঘ্ন ঘটছে।’
এদিকে, শহরের মেয়র বাসিন্দাদের সম্ভব হলে বাড়িতে থাকতে এবং সড়কে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, বেশ কিছু ট্রাফিক সিগন্যাল কাজ করছে না এবং গণপরিবহন ব্যবস্থায়ও বিঘ্ন ঘটছে।