বাসস
  ২০ ডিসেম্বর ২০২৫, ২১:৩৭

২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম তুরস্কে দ্বিতীয় ড্রোন উদ্ধার

ছবি : সংগৃহীত

ঢাকা, ২০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : উত্তর-পশ্চিম তুরস্কে বিধ্বস্ত একটি অজ্ঞাত উৎসের ড্রোন আজ উদ্ধার করা হয়েছে। 

ইস্তাম্বুল থেকে এএফপি জানায়, এর এক দিনেরও কম সময় আগে সন্দেহভাজন রুশ উৎসের আরেকটি ড্রোন একই অঞ্চলে বিধ্বস্ত হয় বলে শনিবার তুরস্কের গণমাধ্যম জানিয়েছে।

একাধিক স্বতন্ত্র টেলিভিশন নেটওয়ার্ক ও জুমহুরিয়েত পত্রিকার বরাতে জানা যায়, ইস্তাম্বুল থেকে দক্ষিণ-পশ্চিমে প্রায় তিন ঘণ্টা দূরত্বে অবস্থিত বালিকেসির শহরের কাছে একটি ফাঁকা মাঠে ড্রোনটি পাওয়া যায়।

এ বিষয়ে তুরস্কের কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে হাল্ক টিভি ও হাবেরতুর্ক জানিয়েছে, ড্রোনটি বিশ্লেষণের জন্য আঙ্কারায় পাঠানো হয়েছে।

কৃষকদের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ড্রোনটি কয়েক দিন আগেই বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সোমবারের পর এটি তৃতীয় এমন ঘটনা। এর আগে তুরস্ক রাশিয়া ও ইউক্রেন উভয় দেশকেই সতর্ক করে জানিয়েছিল, যেন তাদের চলমান যুদ্ধ এই অঞ্চলের অন্যত্র ছড়িয়ে না পড়ে।

কর্তৃপক্ষ শুক্রবার কৃষ্ণসাগরের দক্ষিণে প্রায় ৩০ কিলোমিটার (১৮ মাইল) দূরে ইজমিত শহরের কাছে উদ্ধার হওয়া একটি মানববিহীন আকাশযানের জন্য রাশিয়াকে দায়ী করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে কৃষ্ণসাগরে জাহাজে হামলার ঘটনাও ঘটেছে।

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাথমিক তদন্ত অনুযায়ী, শুক্রবার উদ্ধার হওয়া ড্রোনটি ‘রুশ নির্মিত অরলানু১০ ধরনের, যা গোয়েন্দা ও নজরদারির কাজে ব্যবহৃত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে’। এ ঘটনায় একটি তদন্ত শুরু করেছে মন্ত্রণালয়।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সতর্ক করে বলেছেন, কৃষ্ণসাগর যেন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ‘সংঘাতের ক্ষেত্র’ হয়ে না ওঠে। উল্লেখ্য, এই জলভাগের বিপরীত দুই তীরে রাশিয়া ও ইউক্রেন অবস্থান করছে, আর তুরস্ক রয়েছে তৃতীয় তীরে।