বাসস
  ২০ ডিসেম্বর ২০২৫, ২১:৩২

ইউক্রেন যুদ্ধ নিয়ে মায়ামিতে আলোচনায় যোগ দিচ্ছেন রুশ দূত

ছবি : সংগৃহীত

ঢাকা, ২০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : রাশিয়ার দূত কিরিল দিমিত্রিয়েভ শনিবার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মায়ামির উদ্দেশে রওনা হয়েছেন তিনি। সেখানে ইউক্রেন যুদ্ধ মীমাংসা নিয়ে আরেক দফা আলোচনা হওয়ার কথা রয়েছে।

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইউক্রেন ও ইউরোপীয় দলও এই রৌদ্রোজ্জ্বল মার্কিন শহরে উপস্থিত রয়েছে। এ আলোচনায় মধ্যস্থতা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।

দিমিত্রিয়েভ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে লিখেছেন, ‘মায়ামির পথে’। এর সঙ্গে তিনি একটি কবুতরের ইমোজি যোগ করেছেন এবং একটি ছোট ভিডিও দিয়েছেন; যেখানে তালগাছ-ঘেরা সৈকতে সকালের সূর্য মেঘ ভেদ কওে রশ্মি ছড়াচ্ছে।

তিনি আরো লিখেছেন, যুদ্ধবাজরা যখন ইউক্রেনের জন্য মার্কিন শান্তি পরিকল্পনাকে ব্যাহত করতে কাজ করছে, তখন আমি আমার আগের সফরের ভিডিওটির কথা মনে করলাম—ঝড়ের মেঘ ভেদ করে আলো উদ্ভাসিত হচ্ছে।

এদিকে মায়ামিতে দিমিত্রিয়েভের সঙ্গে ইউক্রেনীয় ও ইউরোপীয় আলোচকদের সরাসরি আলোচনা হওয়ার সম্ভাবনা কম। কারণ, দুই পক্ষের সম্পর্ক এখনো অত্যন্ত উত্তেজনাপূর্ণ।

ট্রাম্পের দূতরা একটি পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছেন। এ পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা দেবে। তবে, কিয়েভকে সম্ভবত কিছু ভূখণ্ড রাশিয়ার কাছে ছেড়ে দিতে হবে, যা অনেক ইউক্রেনীয়র কাছে অগ্রহণযোগ্য বিষয়।