শিরোনাম

ঢাকা, ২০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরান এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে। ইরানের বিচার বিভাগের সংবাদ সংস্থা শনিবার এ তথ্য জানিয়েছে।
গত জুন মাসে দুই চিরশত্রু দেশের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে ধারাবাহিকভাবে যে মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে, এটি তারই সর্বশেষ ঘটনা।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
বিচার বিভাগের মুখপত্র মিজান নিউজ এজেন্সি জানিয়েছে, ‘সুপ্রিম কোর্টে বহাল থাকার পর এবং সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেই আগিল কেশাভারজের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তিনি জায়নিস্ট শাসনের (ইসরায়েল) জন্য গুপ্তচরবৃত্তি, ওই শাসনের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা করা এবং সামরিক ও নিরাপত্তা স্থাপনার ছবি তোলার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন।’
তাকে চলতি বছরের এপ্রিল থেকে মে মাসের মধ্যে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের উরমিয়া শহর থেকে গ্রেফতার করা হয়।