বাসস
  ১৮ ডিসেম্বর ২০২৫, ১৪:৪১

রাশিয়ার রোস্তভ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৩

মস্কো, ১৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা সত্ত্বেও বৃহস্পতিবার ভোর রাতে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার রোস্তভ অঞ্চলে অন্তত তিন জন নিহত হয়েছে। ওই অঞ্চলের গভর্নর এ কথা জানিয়েছেন। 

ভারপ্রাপ্ত আঞ্চলিক গভর্নর ইউরি স্লিউসার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানান, আঞ্চলিক রাজধানীর বন্দরে একটি পণ্যবাহী জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হলে সেটিতে আগুন ধরে যায়। এতে জাহাজের দুই নাবিক নিহত ও আরও তিনজন আহত হয়েছে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।

তিনি আরও জানান, বন্দরের কাছাকাছি বাতাইস্ক শহরে এক বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন এবং সেখানে আরও ছয় জন আহত হয়েছেন।

স্লিউসার আরও বলেন, ‘পৌর কমিশনগুলো হামলার সব ক্ষয়ক্ষতি নথিভুক্ত করবে।’

সাম্প্রতিক সময়ে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে গভীর এলাকাগুলোতে প্রায় প্রতি রাতেই ড্রোন হামলা জোরদার করেছে, আর এ সব হামলার লক্ষ্য মূলত জ্বালানি অবকাঠামো। এই জ্বালানি অবকাঠামোগুলোর ওপর নির্ভর করেই মস্কো তাদের সামরিক অভিযান অর্থায়ন করে থাকে। রুশ কর্মকর্তাদের দাবি, প্রতি রাতে ডজনের বেশি ড্রোন প্রতিহত করা হচ্ছে।

গত কয়েক সপ্তাহে কিয়েভ দাবি করেছে, তারা কৃষ্ণসাগরে রুশ তেলবাহী জাহাজে নৌ-ড্রোন হামলা চালিয়েছে এবং নোভোরোসিস্কসহ একাধিক রুশ বন্দরে আঘাত হেনেছে। নোভোরোসিস্ক একটি বড় তেল টার্মিনাল। 

গত নভেম্বরের শেষ দিকে সাময়িকভাবে এই টার্মিনালের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ইউক্রেনের এই হামলাগুলোর জবাবে মস্কো ইউক্রেনের বন্দর নগরী ওডেসায় নিয়মিত বোমাবর্ষণ জোরদার করেছে। সম্প্রতি তুর্কি জাহাজসহ একাধিক পরিবহন জাহাজও সেখানে হামলার শিকার হয়েছে, আর এ সব হামলার প্রেক্ষাপটে তুরস্কের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

গত সপ্তাহে আঙ্কারা সতর্ক করে বলেছে, কৃষ্ণসাগরে এ ধরনের হামলা একটি ‘উদ্বেগজনক উত্তেজনা’ সৃষ্টি করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শান্তি পরিকল্পনা প্রকাশের পর, সাম্প্রতিক সপ্তাহগুলোতে সংঘাত নিরসনে কূটনৈতিক তৎপরতা জোরদার হলেও এখনও কোনো যুদ্ধবিরতি অর্জিত হয়নি।