বাসস
  ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪

প্রশান্ত মহাসাগরে মাদকবাহী জাহাজে মার্কিন হামলা, নিহত ৪

ঢাকা, ১৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : প্রশান্ত মহাসাগরে মাদক পাচারকারী একটি জাহাজে হামালা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। এতে চার ‘মাদক-সন্ত্রাসী’ নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড বুধবার এই তথ্য নিশ্চিত করেছে।

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে সাউদার্ন কমান্ড জানায়, পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি ‘চিহ্নিত সন্ত্রাসী সংগঠনের’ মাদক পাচারকারী জাহাজে এই প্রাণঘাতী হামলা চালানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, অভিযানে মোট চারজন পুরুষ মাদক-সন্ত্রাসী নিহত হয়েছে। তবে এই অভিযানে মার্কিন সামরিক বাহিনীর কোনো সদস্য হতাহত হননি।