বাসস
  ১৭ ডিসেম্বর ২০২৫, ২০:৫৯

অসলো ত্যাগ করেছেন ভেনেজুয়েলার নোবেল বিজয়ী মাচাদো

ভেনেজুয়েলার বিরোধী নেতা এবং ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ভেনেজুয়েলার বিরোধী নেতা এবং ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো অসলো ত্যাগ করেছেন। তার দলে থাকা এক সদস্য বুধবার এ তথ্য জানান। তবে মাচাদো’র বর্তমান অবস্থান সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি।

অসলো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ভেনেজুয়েলায় আত্মগোপনে থাকা অবস্থা থেকে গত সপ্তাহে গোপনে নরওয়ে যাওয়ার সময় মেরুদন্ডের হাড় ভেঙে গেছে মাচাদো’র।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে পেদ্রো উর্রুচুর্তু নোসেল্লি লিখেছেন, বর্তমানে মাচাদো ভালো আছেন এবং এই সময়ের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে মেডিকেল অ্যাপয়েন্টমেন্টে হাজির হচ্ছেন, যাতে দ্রুত ও সম্পূর্ণভাবে সুস্থ হতে পারেন।

তিনি আরো জানান, মাচাদো এখন আর অসলো শহরে অবস্থান করছেন না।