বাসস
  ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:৫২

ভেনেজুয়েলা থেকে নরওয়ে যাওয়ার পথে আহত নোবেলজয়ী মাচাদো

ঢাকা, ১৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো গত সপ্তাহে ভেনেজুয়েলা থেকে নরওয়ে যাওয়ার সময় মেরুদণ্ডে আঘাত পেয়ে আহত হন।

মাচাদোর এক মুখপাত্র সোমবার এ তথ্য জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

নোবেল পুরস্কার নিতে অসলো যাওয়ার এই বিপজ্জনক যাত্রাপথে নিজের জীবন নিয়ে শঙ্কিত থাকার কথা মাচাদো আগেই জানিয়েছিলেন।

নরওয়ের দৈনিক আফতেনপোস্টেন জানায়, উত্তাল ঢেউয়ের মধ্যে একটি ছোট মাছ ধরার নৌকায় করে অত্যন্ত ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দেওয়ার সময় তিনি আহত হন।

মাচাদোর মুখপাত্র ক্লাউডিয়া মাচেরো বলেন, মাচাদোর মেরুদণ্ডে আঘাত লেগেছে। 
তবে আফতেনপোস্টেনের প্রতিবেদনে যা বলা হয়েছে তার বাইরে এ বিষয়ে আর কোনো অতিরিক্ত তথ্য প্রকাশ করা হবে না বলেও জানান তিনি।

সংবাদপত্রটি জানায়, উলেভালের অসলো বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসকেরা মাচাদোর চিকিৎসা করেছেন।

৫৮ বছর বয়সী মাচাদো বৃহস্পতিবার ভোরে অসলো পৌঁছানোর পর একাধিকবার বলেছেন, তিনি একজন চিকিৎসকের সঙ্গে দেখা করতে চান। তবে চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত কোনো তথ্য তিনি দেননি।

বুধবার নরওয়ের রাজধানীতে নোবেল শান্তি পুরস্কার প্রদান অনুষ্ঠানে তার উপস্থিত থাকার কথা ছিল। তবে যাত্রাপথে দেরি হওয়ায় তিনি সময়মতো সেখানে পৌঁছাতে পারেননি।

এএফপি সাংবাদিকরা জানান, আঘাত থাকা সত্ত্বেও অসলো পৌঁছানোর পরপরই তিনি নিজের হোটেলের বাইরে নিরাপত্তা ব্যারিকেড অতিক্রম করে সমর্থকদের শুভেচ্ছা জানান।

মাচাদো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ২০২৪ সালের জুলাইয়ের নির্বাচনে ভোট চুরির অভিযোগ তুলেছেন। তার এ দাবি আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি বড় অংশ সমর্থন করেছে। ওই নির্বাচনে মাচাদোকে অংশ নিতে দেওয়া হয়নি।

সোমবার এক টেলিভিশন অনুষ্ঠানে মাচাদোর আঘাতের বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেন প্রেসিডেন্ট মাদুরো।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্ট থেকে মাদুরোর শাসনের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানোর পর মাচাদো ভেনেজুয়েলায় আত্মগোপনে ছিলেন।